বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ জুলাই-আগস্ট আন্দোলনের ২১টি শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে। ২১টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারকে দ্বিতীয় কিস্তির ১ লাখ টাকা এবং নতুন ছয়টি শহীদ পরিবারকে নগদ ২ লাখ টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। গতকাল দলটির পুরানা পল্টন কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এর আগে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। সে জন্যই জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিল এবং আছে। গণহত্যার বিচার ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক ড. আবদুল মান্নান প্রমুখ।