তরুণীদের জন্য সমসাময়িক ধারার ফ্যাশন ব্র্যান্ড, তাগা সম্প্রতি নিয়ে এসেছে শীতকালীন পোশাকের সম্ভার। এথনিক টপ, টিউনিক, কোট এবং প্যান্ট সমৃদ্ধ তাগার এই পোশাকগুলোয় রয়েছে দেশীয় ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়া।
তাগার শীতকালীন পোশাকগুলো পাওয়া যাবে আড়ং এর সকল আউটলেট, aarong.com/Taaga এবং গ্রিন সিটি স্কয়ার, ৭৫০ সাতমসজিদ রোড, ধানমণ্ডি সি/এ তে অবস্থিত তাগার নিজস্ব আউটলেটে।
তাগা বাংলাদেশের শীর্ষস্থানীয়ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং এর একটি সাব ব্র্যান্ড।
বিডি প্রতিদিন/কালাম