খুলনার মোংলায় গ্রিন ইকোনমিক জোন উন্নয়নকল্পে দেশের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান 'শিকদার গ্রুপ' এর সহযোগি প্রতিষ্ঠান পাওয়ারপ্যাক ইকোনমিক জোন লি. ফ্রান্সভিত্তিক 'আইডিইসি গ্রুপ এশিয়া' এর সঙ্গে সোমবার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
পাওয়ারপ্যাক ইকোনমিক জোন লিমিটেডের চেয়ারম্যান রিক হক সিকদার এবং আইডিইসি গ্রুপ এশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), প্যাট্রিস লাফারগু চীনের সাংহাইয়ের ওয়াল্ডরফ অ্যাস্তোরিয়া বল কক্ষে সংশ্লিষ্ট সংস্থার পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পাওয়ারপ্যাক ইকোনমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার এবং উভয় সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা চুক্তির আওতায় আইডিইসি গ্রুপ এশিয়া ২০৫ একর জমির উপর মংলা অর্থনৈতিক অঞ্চলটি বিকাশ ও পরিচালনা করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন