আজ থেকে ঢাকার তিনটি ভেন্যুতে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা শুরু হয়েছে। চারদিনব্যাপী হোটেল দি ওয়েস্টিন, লা মেরিডিয়ান ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলা চলবে। এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস্। মেলায় ইউএস-বাংলা এসেটসের পূর্বাচল আমেরিকান সিটিতে প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার।
১৩-১৬ ফেব্রুয়ারি ঢাকার দি ওয়েস্টিনের সিলভার রুম (লেভেল-২), গুলশান সার্কেলে এ মেলা অনুষ্ঠিত হবে। একই সাথে লা মেরিডিয়ান ঢাকা, এলএম এনট্রেসল (ফ্রন্ট সাইড-গ্রাউন্ড ফ্লোর), ৭৮/এ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা, চিত্রা হল (২য় তলা), ১০৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকায় ইউএস-বাংলা এসেটস্ এর একক আবাসন মেলা চলছে। সকল ভেন্যুতে প্রতিদিন মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে বাউন্ডারি ওয়ালসহ আবাসিক, কমার্শিয়াল, হাসপাতাল, ইন্সটিটিউশন, শপিং কমপ্লেক্স, কনভেনশন সেন্টার, ব্যাংক ও কর্পোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য ও কিস্তিতে বিক্রয় চলছে। মূল্য পরিশোধের সাথে সাথেই রেজিস্ট্রেশন ও হস্তান্তর এর সুযোগ থাকছে।
বিডি-প্রতিদিন/শফিক