ফেনীর ফুলগাজী থেকে ১৬৯ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। বস্তাগুলোতে ৮ হাজার ১’শ কেজি চিনি ছিল। এসময় একজনকে আটক করা হয়েছে।
রবিবার ভোরে ফেনীর ভারতীয় সীমান্তবর্তী উপজেলা ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের পাশে হাসানপুর এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে এসব চোরাই চিনি জব্দ করা হয়। এসময় মামুন মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে।
ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিনিগুলো জব্দ করা হয়। আটককৃত চোরাই পণ্যের আনুমানিক বাজার প্রায় ১০ লাখ টাকা। বিভিন্ন সময় সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করা এসব চিনি ভবনটিতে মজুদ করা হয়েছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুনজন পালিয়ে যায়। পুলিশ একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এএম