বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১০ টায় হৃদয় মাঝি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. অরূপ বলেন, শুনেছি বিকেল থেকেই হৃদয় মাঝির শারীরিক অবস্থা খারাপ ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
হাসপাতালে তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হলো। নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এখনো ৯৩ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৫৩, মহিলা ৪০ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন