বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
এছাড়াও নতুন করে আরো ১০৪ জন আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
মারা যাওয়া রোগীরা হলেন- বরিশালের মুলাদী উপজেলার নাছিমা (৩৫) ও আমেনা (৬০) এবং বানারীপাড়া উপজেলার তারিফ খান (১৫)। তারা সকলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ নিয়ে বরিশাল বিভাগে ৩২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২৫ রোগী । এছাড়াও বরগুনায় দুইজন, পিরেজপুরে দুইজন, পটুয়াখালীতে দুই জন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৭ জন, ভোলায় ৯ জন, পিরোজপুরে ১২ জন ও বরগুনায় ২৬ জন ভর্তি হয়েছেন।
তবে গত দুইদিন ঝালকাঠি জেলার কোন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন রোগী ভর্তি হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৪ হাজার ৬৩৩ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৯১ জন।
বিডি প্রতিদিন/আশিক