ওষুধের দাম বাড়ছে তো বাড়ছেই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের যখন নাভিশ্বাস, তখন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে ওষুধের মূল্যবৃদ্ধি। বিশেষ করে জীবন রক্ষাকারী ওষুধের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এমনিতে করোনাকালের পর থেকে সাধারণ মানুষের আয় কমে গেছে। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্র ও টেকসই রাজনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটার সুযোগ সৃষ্টি করলেও দেশের অর্থনীতির জন্য সাময়িকভাবে হলেও অস্বস্তি ডেকে এনেছে। ঠিক এমন পরিস্থিতিতে ওষুধের মূল্যবৃদ্ধি বয়স্ক মানুষ ও গরিবদের জীবন আরও দুর্বিষহ করে তুলছে। যেসব বয়স্ক লোক উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মাসে ৪-৫ হাজার টাকার ওষুধ কিনতেন তাদের ব্যয় বেড়েছে ১ থেকে ২ হাজার টাকা। রাজধানীর ফার্মেসিগুলোতে এখন ফেক্সোফেনাডিন প্রতি পিস ৮ থেকে ৯ টাকা, অ্যাজিথ্রোমাইসিন প্রতি পিস ৩৫ থেকে ৪০ টাকা, মন্টিলুকাস্ট প্রতি পিস ১৬ থেকে ১৭ টাকা ৫০ পয়সা, ভিটামিন বি১ বি৬ বি১২-এর প্রতি পিসের দাম ৭ টাকা থেকে দুই ধাপে দাম বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইসমিপ্রাজল প্রতি পিসের দাম ৫ থেকে ৭ টাকা, লোসারটান পটাশিয়াম ৫০ মিলিগ্রামের প্রতি পিসের দাম ৮ থেকে ১০ টাকা, প্যারাসিটামল ৫০০ মিলিগ্রামের ১০ পিস ওষুধের দাম ৮ থেকে ১২ টাকা, প্যারাসিটামল ৬৬৫ মিলিগ্রাম ১০ পিস ওষুধের দাম ১৫ থেকে ২০ টাকা হয়েছে। প্যারাসিটামল সিরাপের দাম হয়েছে ২০ থেকে ৩৫ টাকা। অ্যামলোডিপাইন অ্যাটেনোলোল ৫ মিলিগ্রামের দাম ৬ থেকে ৮ টাকা, ব্রোমাজিপাম ওষুধের দামে নাভিশ্বাস ৩ মিলিগ্রামের দাম ৫ থেকে ৭ টাকা হয়েছে। অ্যাসপিরিন ৭৫ মিলিগ্রামের দাম এক পাতায় ১০ পিসের দাম পড়ত ৫ টাকা, এখন ৮ টাকা হয়েছে। চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার। তবে আমাদের দেশে সে অধিকার সংবিধান নামের বইয়ে আছে, যথার্থ বাস্তবায়ন নেই। ওষুধের মূল্যবৃদ্ধি পাওয়ায় অনেকে অর্থের অভাবে হিমশিম খাচ্ছে। ওষুধ উৎপাদনকারীদের যুক্তি মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে, এ কথা ঠিক। কিন্তু ওষুধের সিংহভাগ কাঁচামাল আসে বিদেশ থেকে। ডলারের বিপরীতে টাকার দাম কমায় তারা বিপাকে পড়েছেন। যেসব কারণে ওষুধের দাম বাড়ছে, সে কারণগুলোর দিকে নজর দিতে হবে সবকিছুর আগে।
শিরোনাম
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
ওষুধের দাম বেড়েছে
বিপাকে পড়েছে গরিব মানুষ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর