বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোকাবিলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের অনুসন্ধান দল। এসব ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। জুলাই-আগস্টের আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, গ্রেপ্তার, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, মধ্যযুগীয় নির্যাতন, চিকিৎসায় বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসবের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী। চব্বিশের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় সহিংসতায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ এবং গুরুতর আহত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দল। বুধবার জেনেভায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন; যার ১২-১৩ শতাংশ শিশু। বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর চালানো অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। নিরস্ত্র নাগরিকের ওপর বিভিন্ন মারণাস্ত্রের গুলি চালানোর প্রমাণ পেয়েছে অনুসন্ধান দল। এতে হাজারো ছাত্র-জনতা আহত-পঙ্গু হয়েছেন। প্রায় ১২ হাজার মানুষকে র্যাব-পুলিশ গ্রেপ্তার করে। আন্দোলন দমনে গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এ পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পাঁচটি ক্ষেত্রে ব্যাপক পরিসরে জরুরিভিত্তিক সংস্কারের ৪৪টি সুপারিশ করেছে জাতিসংঘ। সেগুলো হলো- জবাবদিহি ও বিচারব্যবস্থা; পুলিশ ও নিরাপত্তা বাহিনী; নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসন। এ ছাড়াও র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। দল নিষিদ্ধ থেকে বিরত থাকা এবং মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবও দিয়েছে তারা। ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিরতরে বন্ধ এবং সাম্য-সম্প্রীতি-মর্যাদার প্রকৃত গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট খাতে সংস্কার জরুরি। এত প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন প্রেক্ষাপটে সেটাই প্রত্যাশা করে জাতি।
শিরোনাম
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
জাতিসংঘের পাঁচ সুপারিশ
মানবাধিকার লঙ্ঘন আর যেন না হয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর