‘ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান শুনতে শুনতে দেশের মানুষের কান ঝালাপালা হয়েছে। ওটা ছিল পতিত সরকারের স্বপ্ন ফেরির কৌশলী প্রকল্প। এখন নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, গালভরা ওই শব্দবন্ধে দেশ-জাতি যতটা না আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত হয়েছে, তার চেয়ে লক্ষ গুণ চুরি-লোপাট-পাচার হয়েছে অর্থসম্পদ। ফলে যা হওয়ার তা-ই হয়েছে- নামে তালপুকুর, ঘটি ডুবছে না। সরকারি কাজে স্বচ্ছতা আনতে ও নাগরিকের দরকারি তথ্য পাওয়া সহজ করতে, সব দপ্তর ডিজিটালাইজ, মানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়। বিপুল ব্যয়ে সব দপ্তরে ওয়েবসাইট তৈরি করা হয়। সেগুলোর অধিকাংশেই হালনাগাদ তথ্য নেই। প্রকাশে দপ্তরগুলোর যেন বড়ই অনীহা। তাহলে এত ঢাকঢোল পিটিয়ে লাভ কী হলো? ভস্মে ঘি ঢালা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের তথ্য ওয়েবসাইটে থাকে না। অনেক ওয়েবসাইট দুই বছরেও হালনাগাদ হয়নি। দুই দফা বদলির পরও থেকে গেছে ভূতপূর্ব কর্মকর্তার নাম। ভুল বানানে ভরা ওয়েবসাইটে বছর ঘুরলেও প্রকাশ করা হয় না ত্রৈমাসিক বা বার্ষিক প্রতিবেদন। ওয়েবসাইটে দেওয়া সরকারি টেলিফোন নম্বরে কর্মকর্তাদের পাওয়া ভাগ্যের ব্যাপার। বিভিন্ন সেবা পেতে অনলাইনে ফরম পূরণ করতে ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। দায়িত্বশীলরা এসব বিষয়ে মুখ খুলতে চান না। এমনই নাজুক অবস্থা সরকারের অধিকাংশ মন্ত্রণালয় বা দপ্তরের ওয়েবসাইটের। হতাশাজনক এসব তথ্য প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। ওয়েবসাইটগুলোর কারিগরি ত্রুটি একটা বড় সমস্যা। বেশির ভাগ সাইট ব্যবহারকারী-বান্ধব নয়। এটা স্পষ্ট যে ওয়েবসাইট তৈরিতে জনগণের বিপুল অর্থের যথেচ্ছ নয়-ছয় হওয়ায় এ হতদ্দশা। তা ছাড়া প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং তথ্য-উপাত্ত হালনাগাদের যোগ্য জনবলও নিয়োগ করা হয়নি। নেই যথাযথ তদারকি ও জবাবদিহি। তারই ফলভোগ করছে জনগণ। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে, এখনো এমন গা-ছাড়া গদাইলস্করি চাল আর চলবে না। অবিলম্বে ঘুরে দাঁড়াক সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কোথায় কী সংকট, তা চিহ্নিত ও সমাধান করুন। সরকারি সেবার ক্ষেত্রে জনগণের নাকাল হওয়া, সময়ক্ষেপণ, দ্রুত শূন্যে নামিয়ে আনুন। এটা আপনাদের পেশাগত কর্তব্য। ব্যর্থতায় রুজি হালাল হয় কি?
শিরোনাম
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
আহা! ডিজিটাল বাংলাদেশ
জনভোগান্তি শূন্যে নামান দ্রুত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর