রেদওয়ান রনি এবং পল্লব বিশ্বাস পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক 'পরিবার করি কল্পনা'র শুটিং ছিল গতকাল। কিন্তু নাটকের অভিনেত্রী শখ শিডিউল দিয়েও আসেননি। পরিচালকের ফোনও রিসিভ করেননি। খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন, শখ নাটকের শিডিউল ফাঁসিয়ে বিজ্ঞাপনের শুটিং করছেন। এমন অভিযোগ পাওয়া গেছে পরিচালকদ্বয়ের কাছ থেকে।
পরিচালক পল্লব বিশ্বাস বলেন, 'গত ১৫ মার্চ শখ নিজে দুই দিনের [২৬ এবং ২৭ মার্চ] শিডিউল কনফার্ম করার পর সিনিয়র আর্টিস্টদের [মোশাররফ করিম, মম প্রমুখ] সঙ্গে শিডিউল মিলানো হয়। হঠাৎ কাল শখের বাবা ফোন করে বলেন আজকের শুটিংয়ে শখকে ছেড়ে দিতে। কিন্তু সবার মিলিত শিডিউল এবং নাটকের পর্ব প্রচারে পর্যাপ্ত ফুটেজ না থাকার কারণে শিডিউল ছাড়তে অপারগতা প্রকাশ করি। এরপর সহকারী পরিচালক সুমনের সঙ্গে সন্ধ্যায় কলটাইম কনফার্ম হওয়ার পরও আজকের শুটিংয়ে আসেননি।'
পরিচালক রেদওয়ান রনি বলেন, 'আমি হতাশ বারবার শখের এ ধরনের নন-প্রফেশনাল আচরণে, একটি শুটিংয়ে অনেক সহশিল্পীর সঙ্গে সময় মেলানো থাকে। অর্থলগি্নর বিষয় যুক্ত থাকে। সেই সঙ্গে সঠিক সময়ে চ্যানেলে প্রচারের চাপ তো থাকেই। তারপরও শখের মতো শিল্পীরা যদি শিডিউল ফাঁসাতে থাকেন তাহলে একজন নির্মাতার পক্ষে দর্শককে কীভাবে ভালো প্রোডাকশন দেওয়া সম্ভব?'
অভিযোগের ব্যাপারে শখের মন্তব্য জানার চেষ্টা করা হয়েছে। বারবার তাকে ফোন করেও পাওয়া যায়নি।