ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড পাচ্ছেন মার্কিন পপগায়িকা রিহানা। দ্য কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনার্স অব আমেরিকা [সিএফডিএ] তাকে ওই সম্মানে ভূষিত করতে যাচ্ছে বলে জানিয়েছে হলিউড রিপোর্টার্স ডটকম। সিএফডিএ জানিয়েছে, ২০১৪ সালের ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড আগামী ২ জুন নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে হাজির থেকে পুরস্কার গ্রহণ করবেন রিহানা।
যেসব শিল্পীর ফ্যাশনবোধ বিশ্বব্যাপী পপ সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলে তাদেরই ওই ফ্যাশন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। রিহানার আগে জনি ডেপ, লেডি গাগা, কেট মস ওই সম্মানে ভূষিত হয়েছেন। এবার সেই ধারায় যুক্ত হচ্ছেন রিহানা।