রাজনীতি নিয়ে কথা বললেও কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন না মিস্টার পারফেকশনিস্ট। এবার সোজা নির্বাচন কমিশনকে চিঠি লিখে সে কথা সাফ জানিয়ে দিলেন আমির নিজেই। তবে এমন কাজের পিছনে একটা কারণ তো আছে বটেই।
আম আদমী পার্টির কিছু সদস্য প্রচার চালাচ্ছিলেন আমির খান নাকি তাদের দলের প্রতি আস্থা রেখেছেন। এছাড়াও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমিরের ছবি দিয়ে একটি পোস্টারও বানান তারা। যথারীতি আমিরের চোখে পড়ে সেই পোস্টার। তারপরই নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানান আম আদমী পার্টিসহ কোন রাজনৈতিক দলকেই তিনি সমর্থন করেন না।
আমিরের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমির খান প্রথম দিন থেকেই স্পষ্ট করে ছিলেন যে তিনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করছেন না। আমির কোন দলকে সমর্থনও করছেন না, আর কোন দলের প্রচারও করছেন না।