মোশাররফ করিম অভিনীত নতুন একটি ধারাবাহিক নাটক 'তিনি আসবেন'। তবে নতুন এ নাটকটি নিয়ে মোশাররফ করিম একটু বেশি আশাবাদী। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই তিনি এ নাটকের জুবায়ের চরিত্রে অভিনয় করছেন। জুবায়ের, যাকে মহল্লার যুবতী মেয়েরা খুব পছন্দ করে। কিন্তু তিনি একজনকেই মনে প্রাণে পছন্দ করেন, ভালোবাসেন। নাটকে মোশাররফ করিম তার নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার পাশাপাশি তার সঙ্গে যারা কাজ করছেন তাদের তিনি পরিচালকের পাশাপাশি খুবই সহযোগিতা করছেন। কেন? জবাবে মোশাররফ করিম বলেন, 'তিনি আসবেন' নাটকের গল্প মূলত এই পৃথিবীর কিংবা সমাজের সুর আর বেসুরের মাঝে দ্বন্দ্বের খেলা। যেহেতু ঢাকাইয়া ভাষায় সংলাপগুলো বলতে হচ্ছে, তাই আমারই সবাইকে যথেষ্ট সহযোগিতা করতে হচ্ছে।' নাটকটির গল্প রচনা করেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করছেন মারুফ মিঠু। এর শুটিংয়ে শুক্রবার অংশ নিলেন জুঁই করিম ও হাসিন। নাটকে দুজনের চরিত্রের নাম যথাক্রমে লাবণী ও পাপিয়া। হাসিন বলেন, 'ঢাকাইয়া ভাষায় এটাই আমার প্রথম নাটক।' জুঁই করিম বলেন, 'কেন যেন আমার অগাধ বিশ্বাস, যদি দর্শক নাটকটি দেখতে শুরু করেন, তবে তা ধারাবাহিকভাবেই দেখবেন। কারণ দর্শকের ভালোলাগার মতোই একটি নাটক তৈরি হচ্ছে।'
মোশাররফ করিমও নাটকটি নিয়ে আশাবাদী। 'তিনি আসবেন' প্রচার হবে বাংলাভিশনে।