এবারই প্রথমবারের মতো ভূত নিয়ে পূর্ণাঙ্গ একটি নাটকের শুটিং শুরু করলেন বর্তমান সময়ের ব্যস্ত পরিচালক শেখ রুনা। অনুরূপ আইচ রচিত 'আমি তুমি এবং সেই রাত' খণ্ডনাটকটি সত্যি একটি ভূতের নাটক। এখানে গল্পে থাকছে শহর থেকে ট্রেনে করে রাতে ফিরছিল এক যুবক। ট্রেন থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত বিভিন্ন জায়গায় সে ভূতের ভয় পায়। এই ভূতের তালিকায় ছিল সুন্দরী এক কন্যা। কিন্তু রাত শেষে সকালবেলা যখন ওই কন্যাকে বাড়ির সামনে দেখা গেল, যুবকটি সবার সামনেই জ্ঞান হারিয়ে ফেলল। এভাবেই নানা ভয় নিয়ে তৈরি হচ্ছে নাটকটি। সত্যি কি ভূত আছে, নাকি এটা আমাদের কল্পনা। বোঝা যাবে পূর্ণাঙ্গ নাটকটি দেখলে। নাটকটিতে অভিনয় করছেন- নিলয়, জেনি, শিরিন বকুল, বি এম ইমরান, স্বর্ণাসহ অনেকে। নাটকটি আগামী মাস থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে।