এবং ক্লাসের বাইরে
স্কুলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান 'এবং ক্লাসের বাইরে' আজ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানটির প্রতি পর্ব একটি নির্দিষ্ট স্কুল বা কলেজকে নিয়ে সাজানো হয়।
অনুষ্ঠানে থাকে স্কুল বা কলেজ পরিচিতি, শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা এবং প্রধান শিক্ষকের সাক্ষাৎকার। আজকের পর্ব সাজানো হয়েছে ধানমন্ডির সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ'কে নিয়ে।
জারিন শাকিলার উপস্থাপনায় 'এবং ক্লাসের বাইরে' বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
জল ফড়িং-এর গান
অঞ্জন আইচের পরিচালনায় ধারাবাহিক নাটক 'জল ফড়িং-এর গান'। এতে অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, তিশা, নিশো, ফারজানা ছবি, ফারুক আহমেদ ও অন্যান্য। আজ রাত ৮টায় এসএ টেলিভিশনে প্রচার হবে।
গুল বাহাদুর লজ
মোহনা টিভির দীর্ঘ ধারাবাহিক গুল বাহাদুর লজ। প্রেম ভালোবাসা ও পারিবারিক গল্পের এই নাটকটি ভিন্নভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে। নাটকটি কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস এম হোসেন বাবলা।নাটকটি প্রযোজনা করেছেন জেরিন মিডিয়া। এ নাটকটি ইতোমধ্যে দর্শক নজর কেড়েছে। এতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, খুরশীদুর জামান উৎপল, ফজলুর রহমান বাবু, আগুন, শিউলী শিলা, সাজু খাদেম, ঈশানা, সিদ্দিকুর রহমান, সামস্ সুমন, জেরিন, পল্লব, সূচনা, তুষার মাহমুদ প্রমুখ। নাটকের সূচনা সংগীত রচনা করেছে ফরহাদ বাবু। নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে মোহনা টিভিতে প্রচার হবে।
ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'ইচ্ছেঘুড়ি'। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানা'র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- অপর্ণা, মিশু সাবি্বর, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু, শাহরিয়ার হুদা রুমী, পার্থ বড়ুয়া, মোনালিসা, তানিয়া হোসেন, শামীম, অতিথি শিল্পী তাহসান এবং অন্যান্য শিল্পী। 'মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেইসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস।