'অগ্নি'র আলোচনা শেষ হতে না হতেই 'দবির সাহেবের সংসার'। এবার প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করছেন মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। 'অগ্নি'র মতো দবির সাহেবের সংসারও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। ছবিতে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। বিপরীতে রয়েছেন বাপ্পি এবং রোজ। একের পর এক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, 'নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন অনেক বেশি ভালোবাসা পাচ্ছি দর্শকের। এত ভালোবাসার পরেও মনে হচ্ছে 'দবির সাহেবের সংসার' সিনেমাটি নতুনমাত্রার এক বিনোদন দেবে দর্শকদের। এখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দর্শক আমাকে দেখতে পারবে।'