এবার সোহেল রানা, আলমগীর ও দিতি এক ছবিতে অভিনয় করবেন। ছবির নাম 'মায়াময়'। এটি নির্মাণ করবেন পি এ কাজল। এতে নায়ক- নায়িকার ভূমিকায় থাকছেন সাইমন এবং পরীমনি। নির্মাতা জানান, পারিবারিক ও রোমান্টিক গল্পের এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে সোহেলরানা, আলমগীর, দিতি ছাড়াও থাকছেন প্রবীর মিত্র। মে মাসে 'মায়াময়' ছবির শুটিং শুরু হবে। তিনি বলেন, মায়ার এই সংসারে সবাই পার্থিব জগতকে নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আসল জগতের খবর কেউ রাখে না। সবাই যেন এখানে পার্থিব মায়ামমতার বন্ধনে আবদ্ধ। তিনি বলেন, বিনোদন ও বাণীসমৃদ্ধ গল্পে নির্মাণ হবে ছবিটি এবং দর্শক দীর্ঘদিন পর ব্যতিক্রম গল্পের মনের মতো একটি ছবি উপহার পাবে।