রাগীনি এমএমএস-২ ছবি দিয়ে দর্শকের রক্তের গতি নেহাত কম বাড়াননি সানি লিওন। চায়ের দোকান থেকে ক্যাবল টিভি বা তরুণের মোবাইল ফোন- সবখানেই এখন ভাইব্রেশন দিচ্ছে সানির বেবি ডল। সানির পর এবার নতুন বেবি ডল হতে যাচ্ছেন বলিউডের সদাহাস্য প্রিয়মুখ দীপিকা পাডুকোন। একতা কাপুরের রাগীনি এমএমএস-২ এর মতো শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার' ছবির শুরুতেও উষ্ণ গান দিয়ে আবির্ভূত হবে কেন্দ্রীয় চরিত্র। আর সেখানে বার গার্লের ভূমিকায় নতুন বেবি ডল হয়ে দর্শকের হার্টবিট বাড়াবেন দীপিকা। কণ্ঠে থাকছে রাগীনির সেই কনিকা কাপুরই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহরুখ আর ফারাহ খান দু'জনই একতার বেবি ডলে মজেছেন। তাই তারা এমন কিছু করতে চান যা বেবি ডলকেও ছাড়িয়ে যাবে। আর হ্যাপি নিউ ইয়ার- এ বার ড্যান্সে দীপিকাকে কিরূপে দেখা যাবে তা নিয়ে ফিল্ম পাড়ায় ইতোমধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। পর্ণ তারকা সানিকে টেক্কা দিয়ে দীপিকা দর্শকমনে কতটুকু জায়গা করতে পারে সেটাই দেখার প্রত্যাশা।
তবে কনিকা অবশ্য যথেষ্ট আশাবাদী হ্যাপী নিউ ইয়ারের নতুন গান নিয়ে। তিনি বলেন, আমি নিশ্চিত গানটি বেবি ডলের চেয়ে অনেক বড় কাজ হবে। দর্শক এমন কিছু পাবে যা আগে দেখেনি। কনিকার কথা- একই ধরণের গান দেখতে দেখতে দর্শক হাপিয়ে উঠেছে। হ্যাপি নিউ ইয়ারে তারা রিলাক্স পাবে।