বেশ কয়েক মাসের পরিশ্রমের পর শেষ হল 'মেরি কম' সিনেমার শ্যুটিং। অলিম্পিক পদক জয়ী বক্সার মেরি কমের জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। এতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া।তার কাছে এই সিনেমার শ্যুটিংয়ের কাজ সহজ তো নয়ই, বরং তা ছিল কঠিনের থেকেও কঠিন।
শুক্রবার ট্যুইটারে প্রিয়ঙ্কা জানিয়েছেন, 'মেরি কম সিনেমার শেষ দুদিনের শ্যুটিং মুশকিলের থেকেও মুশকিল ছিল।'
এর আগে প্রিয়াঙ্কা বলেছিলেন, প্রত্যেক দিনের শ্যুটিংয়ের সঙ্গে সঙ্গে এই সিনেমা তার জীবনের প্রেরণা হয়ে উঠছে। আসলে এই সিনেমায় মনিপুরের বক্সারের চরিত্র সঠিকভাবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা।
মেরির ভূমিকায় নিজেকে সফলভাবে পর্দায় তুলে ধরতে প্রিয়াঙ্কা অনেকটা সময় অলিম্পিক পদকজয়ীর সঙ্গে কাটিয়েছেন। সেই সঙ্গে নিয়েছেন কঠোর প্রশিক্ষণও। এই সিনেমা আগামী অক্টোবরে মুক্তি পাবে।