কবিতার খুনসুটি
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক 'কবিতার খুনসুটি'। তুষার আবদুল্লাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরকার মিলটন। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, বন্যা মির্জা, মৌসুমী হামিদ, সুমাইয়া সাকি প্রমুখ। অর্পণ কবি, তিনি কবিতা লেখেন লাবণ্যের জন্য। লাবণ্যকে ঘিরেই তার কবিতার জগৎ। এক সময় অর্পণ কবিতাকেই পেশা হিসেবে বেছে নেন, কবিতা শুনিয়েই তার রোজগার। আর এর সূত্র ধরেই পরিচয় হয় অপ্সরি ও পাপড়ির সঙ্গে। টাকার বিনিময়ে কবিতা শোনান অর্পণ। একসময় অপ্সরি ও পাপড়ির ওপর নির্ভরতা বেড়ে যায় অর্পণের।
ওয়ান্স আপন এ টাইম
আজ বিকাল ৫টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে ভিন্নধারার শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান 'ওয়ান্স আপন এ টাইম'। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে গান, কবিতা, আবৃত্তি, অভিনয় থাকবে। এ ছাড়া প্রতি পর্বে থাকছে বিশ্বের বিভিন্ন দেশের রূপকথার গল্প নিয়ে কার্টুন যা বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে। চিত্তবিনোদনের পাশাপাশি শিশুদের জন্য থাকবে জ্ঞান-বিজ্ঞানের জানা-অজানা নানা তথ্য।
তামান্না তিথির উপস্থাপনায় মাসুমা লিসার গবেষণায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মানিক শিকদার।
বেলা অবেলা সারাবেলা
দেশ টিভির 'বেলা অবেলা সারাবেলা' অনুষ্ঠানে এবারের অতিথি হয়ে এসেছেন কবি নীরন্দ্রেনাথ চক্রবর্তী। উপস্থাপক থাকছেন আসাদুজ্জামান নূর। দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য, প্রাজ্ঞ এবং বয়সী নাগরিকদের বর্তমান জীবন এবং অতীত কর্মকাণ্ডের কথোপকথন নিয়ে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে দেশ টিভিতে।
'আমার আমি'তে চিত্রলেখা গুহ ও সাবেরী আলম
'আমার আমি'তে আজকের পর্বে অতিথি অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ ও সাবেরী আলম। অনুষ্ঠানে তারা কথা বলেছেন অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। বর্তমান নাটকের অবস্থা নিয়েও তারা নিজেদের মন্তব্য তুলে ধরেছেন।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় 'আমার আমি'র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
ট্রাভেল শো
আজ রাত ৯টা ১৫ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে শাহরিয়ার শাকিলের পরিচালনায় একটি ট্রাভেল শো 'ট্রাভেলারস স্টোরি'। উপস্থাপিকা এবিসি রেডিওর আর জে মারিয়া। এই ট্রাভেল শোতে দর্শক দেখতে পাবেন স্টার ক্রুজ সুপারস্টার ভারগো, সিঙ্গাপুরের রিসোর্ট ওয়ার্ল্ড সেনতসার ইউনিভার্সাল স্টুডিওসহ আরও নানা অ্যাট্রাকশন। সুপারস্টার ভারগোতে করে ট্রাভেলারস স্টোরি ঘুরে বেড়িয়েছে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডের ফুকেট, মালয়েশিয়ার লাংকাউই। ফুল এইচডি ক্যামেরায় শুট করা হয়েছে ট্রাভেলারস স্টোরি।
লেটনাইট কফিতে অপূর্ব
আরটিভির সেলিব্রেটি টকশো 'লেটনাইট কফি'তে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। এটি সরাসরি সম্প্রচার করা হবে এবং টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা হবে। উপস্থাপনায় নুসরাত ফারিয়া মাজহার ও আবির। প্রচার হবে রাত ১২টা ১ মিনিটে।