গত শুক্রবার মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র 'তারকাঁটা'। মুক্তির আগে থেকেই আলোচিত ছবিটি। তাই প্রত্যাশিত অধিকাংশ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু ছবিটি নিয়ে ফেসবুকে তৈরি হয়েছে হৈচৈ। কাহিনীকার আবদুল্লাহ জহির বাবু, নির্মাতা দেবাশীষ বিশ্বাস এবং অভিনেতা কাজী মারুফের নেতিবাচক মন্তব্যকে কেন্দ্র করেই এ হৈচৈয়ের সূত্রপাত। তাদের মতে, ছবিটির মধ্যে রয়েছে অসংখ্য ভুল। আর এ নিয়ে দিচ্ছেন একের পর এক স্ট্যাটাস। তবে তারা খুব একটা পাত্তা পাচ্ছেন না। রাজের ভক্তরা উড়িয়ে দিচ্ছেন বাবু-দেবাশীষ-মারুফদের। সবাই বলছেন, আবদুল্লাহ জহির বাবু জীবনে কোনো দিন মৌলিক কোনো স্ক্রিপ্ট লিখতে পারেননি। তাই তার মন্তব্য কখনই গ্রহণযোগ্য নয়। দেবাশীষও তাই।
এদিকে আবার অভিনেতা মীর সাব্বির বলেছেন, রাজ মাইক গল্প চুরি করে নাটক করেছিলেন। তাই তারকাঁটা মূলত চোরকাঁটা। এ কথা বলে তিনিও তিরস্কৃত হয়েছেন। আর রাজ বলেন, 'এত বছর পর সাব্বির ভাই চুরির অভিযোগ তুলে ছেলেমানুষির পরিচয় দিয়েছেন। তিনি মাইক নাটকে অভিনয়ও করেছেন'।