'ধূমকেতু' নামে নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন অভিনয়শিল্পী দিতি। শফিক হাসান পরিচালিত 'ধূমকেতু' ছবির শুটিং এ মাসের ২৪ তারিখ থেকে শুরু হবে বলেই জানিয়েছেন দিতি। এখানে তিনি মায়ের চরিত্রে অভিনয় করছেন। অভিনয় প্রসঙ্গে দিতি বলেন, 'যেখানে অভিনয় করার সুযোগ আছে, সেখানে ঠিক সেই চরিত্রে আমি অভিনয় করতে চাই। তবে এখন অনেক পরিবর্তন হয়েছে। আগের শিল্পী বা পরিচালকদের মধ্যে এখন অনেকেই বেঁচে নেই। চলচ্চিত্রের প্রস্তুতিও আগের মতো করে আর নেওয়া হয় না। শুধু নির্ধারিত সময়ে শুটিংয়ে চলে আসি।' পরিচালকের কাছ থেকে আগে গল্প শুনে তারপর কাজ করার চিন্তা করি। আশা করছি ভালো লাগবে।