'টোয়ালাইট' তারকা জুটি রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমের সম্পর্ক চুকেবুকে গেছে অনেক আগেই। কিন্তু এখনো বন্ধুত্বের সম্পর্ক ধরে রেখেছেন তারা। প্রায়ই লস অ্যাঞ্জেলেসে সাবেক প্রেমিকার বাড়িতে থাকছেন প্যাটিনসন। তবে তারা পুনর্মিলনের পথে হাঁটেননি এবং এখন তাদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন এই জুটির কাছের সূত্র। লস অ্যাঞ্জেলেসে প্যাটিনসনের নিজের কোনো বাড়ি নেই। কাজ কিংবা অন্য কোনো প্রয়োজনে শহরটিতে গেলে সাধারণত হোটেলে ওঠেন তিনি। ইদানীং ক্রিস্টেনের বাড়িতেও থাকছেন তিনি। তবে ক্রিস্টেন লস অ্যাঞ্জেলেসের বাইরে গেলেই কেবল তার বাসায় থাকছেন এ ব্রিটিশ অভিনেতা।