স্টেজ শো, শুটিং করে এসে ক্লান্তির কারণে রাত জেগে খেলা দেখা তেমন হয় না। তবে ফেভারিট দলগুলোর খেলা দেখার চেষ্টা করি। আমি সব সময়ই আর্জেন্টিনার সাপোর্টার। ম্যারাডোনার সময় থেকে আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। এ দলটির প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। এবার সময় করে আর্জেন্টিনার খেলা দেখার চেষ্টা করছি। প্রথম দুটি খেলায় আমার মনে হয় আর্জেন্টিনা নিজেদের ছন্দে ফিরতে পারেনি। আশা করছি পরের খেলাগুলোতে সেটা হবে। আর মেসি প্রথম দুটি ম্যাচেই গোল পেয়েছে। এটা পজিটিভ। ম্যারাডোনার পর মেসি এখন তার জাদু ছড়াচ্ছেন।
নিজের সমর্থিত দল নিয়ে এভাবেই বললেন সংগীতশিল্পী রিজিয়া পারভীন।