বলিউডে সাফল্যের সিঁড়ি হিসেবে সালমানকে ব্যবহার করেছেন এমন অভিনেত্রীর সংখ্যাটা নেহায়েত কম নয়। তবে কি এবার সেই তালিকায় যুক্ত হলেন নার্গিস! তিনি উদয়ের সঙ্গে বিচ্ছেদের পর এরই মধ্যে সালমানের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছেন। এমনকি 'কিক' ছবির একটি আইটেম গানে নার্গিসকে কাজের সুযোগও করে দিয়েছেন 'বিগহার্ট লাভারবয়' সালমান। সূত্র জানিয়েছে, সম্প্রতি উদয়ের সঙ্গে বিচ্ছেদের পর এক বন্ধুর মাধ্যমে সালমানের সঙ্গে পরিচিত হন নার্গিস। পরিচয়ের পরপরই তাকে দারুণ পছন্দ করে ফেলেন সালমান। বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতার সঙ্গে নার্গিসের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছে।