পরিচালক শিবানী হসনওয়ালিয়া ও সমরীন ফারুক খুব তাড়াতাড়ি একটি ডক্যুমেন্ট্রি ফিল্ম রিলিজ করতে চলেছেন যার কেন্দ্র বিন্দুতে রয়েছেন সালমান খান। যদিও সেই ছবিতে সালমানের অভিনয় দেখা যাবে না, এই ছবিতে সালমানকে সালমানের চরিত্রেই দেখা যাবে। ছবির নাম 'বিইং ভাইজান'।
জানা গেছে, ছবিতে আপাতত পোস্ট প্রডাকশনের কাজ চলছে এবং এই ছবির রিলিজ ডেট এখনও স্থির করা হয়নি। সম্প্রতি এই ছবির ফার্স্টলুক রিলিজ করা হয়েছে। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে সালমানের এনজিও 'বিইং হিউম্যান' থেকে অনুপ্রেরিত হয়েই ডক্যুর এমন নামকরণ করা হয়েছে। এর সঙ্গে 'ভাইজান' কথাটি জোড়া হয়েছে কারণ সালমানের ভক্তরা তাকে এই নামেই ডাকেন।
আগামী কিছু মাসের মধ্যেই এই ছবিটি রিলিজ করা হবে। এই ছবির সঙ্গে সালমান বলিউডের দ্বিতীয় এমন হিরো হবেন যার জীবনী নিয়ে ডক্যুমেন্ট্রি ফিল্ম তৈরি করা হয়েছে। এর আগে বলিউডের বাদশা শাহরুখ খানের জীবনী নিয়েও ডক্যুমেন্ট্রি রিলিজ করা হয়েছিল।