বলিউডের 'বিগ বি' বলে খ্যাত অভিতাভ বচ্চনকে এক ভক্ত হুমকি দিয়েছে! অমিতাভের ওই মহিলা ভক্ত হুমকি দিয়েছেন যে, তাকে যদি অমিতাভের বাড়ি ‘জলসা’তে থাকতে না দেওয়া হয় তাহলে তিনি ও তার মেয়ে আত্মহত্যা করবেন! ভক্তের এ ধরনের আচরণে রীতিমত চিন্তিত অভিতাভ। বলিউডের দীর্ঘ জীবনে বহু ভক্তের সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু কেউ কোনোদিন এমন আবদার করে নি যে তাকে নিজের বাড়িতে থাকতে দিতে হবে।
বুধবার দুপুরে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র সামনে দুই মা ও মেয়েকে নাকি দেখা গিয়েছে। তাদের দেখে পুলিশ প্রশ্ন করায় ওই মহিলা জানান যে, মা ও মেয়ে দিল্লি থেকে এই মুম্বাই শহরে এসেছে একটি মাত্র ইচ্ছে নিয়ে। তা হলো তারা দুজন ‘ভূতনাথে’র নায়কের বাড়িতে থাকতে চান। যদি বাড়িতেও না হয় তবে কাছাকাছি কোথাও যেন থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় যাতে প্রতিদিন নিজেদের সুপারস্টারকে দেখতে পারেন।
এরপর পুলিশ তাদের চলে যেতে বললে মা ও মেয়ে দু'জনেই আত্মহত্যার হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে চলে না যায় সেজন্য মুম্বাই পুলিশ ওই মা ও মেয়েকে অমিতাভ বচ্চনকে একটি চিঠিতে আবেদন লেখার পরামর্শ দিয়ে দুজনকে আপাতত ‘জলসা’র সামনে থেকে সরিয়ে নিয়ে যায়।