আবারও ঈদের নাটকে অভিনয় করতে যাচ্ছেন ব্যান্ডশিল্পী জন। ব্ল্যাক থেকে বের হয়ে 'ইন্দালো' নামে একটি ব্যান্ড গঠন করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে, 'ক্লোজআপ কাছে আসার গল্প' কর্মসূচির নাটক শাফায়েত মনসুর রানার 'অতঃপর...'-এ। এই ঈদেও দর্শকরা ছোটপর্দায় জনের অভিনয় দেখতে পাবেন। 'সোলমেট' নামের একটি নাটকে অভিনয় করেছেন জন। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হয়েছে। এখানে জনের সহশিল্পী তিশা। গল্পে জনের চরিত্রটি একজন সংগীত শিল্পীর। তার জীবনসংগ্রামই মূলত নাটকটির বিষয়বস্তু। তিশা অভিনয় করেছেন তার প্রেমিকা ও স্ত্রীর ভূমিকায়। সোলমেট নাটকটি রোজার ঈদে আরটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।
নির্মাতা ইমরাউল বলেন, 'এ নাটকে বেশ কিছু সুন্দর দৃশ্য আছে। আশা করছি, সব বয়সী দর্শকের পছন্দ হবে।'
গান ও অভিনয়ের বাইরে জন বর্তমানে রেডিও স্বাধীন-এর জ্যেষ্ঠ অনুষ্ঠান প্রযোজক হিসেবে কাজ করছেন। তিনি অভিনয়ে নিয়মিত হবেন না। তবে শখে অভিনয় করবেন।