দেশের দর্শকদের জন্য আবারও চমক নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। 'দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু'-এর পর এবার সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে 'ট্রান্সফরমার্স' সিরিজের নতুন ছবি 'এজ অব এঙ্টিংকশন'। শুক্রবার স্টার সিনেপ্লেঙ্ েমুক্তি পায় ছবিটি। মুক্তি পেয়েই দর্শক সাড়াজাগায় এটি। 'এজ অব এঙ্টিংকশন' ট্রান্সফরমার্স সিরিজের চতুর্থ ছবি। মাইকেল বে পরিচালিত ত্রিমাত্রিক প্রযুক্তির এ ছবিতে আছে নতুনত্ব।