বলিউডে পা রাখার পর বাড়তি মেদ ঝরাতে হয়েছে বেবি ডল-খ্যাত সানি লিওনকে। নতুন সিনেমা 'লিলা'র নির্মাতাদের নির্দেশ আরও পাঁচ কেজি ওজন কমাতে হবে তাকে। এ সিনেমায় লিওনের চরিত্র হবে একজন রাজকুমারীর। চরিত্রটি বেশ ক্ষিপ্র আর তাই বেশ শারীরিক কসরত করতে হচ্ছে তাকে। বিশেষ ফিটনেস ট্রেনারও রেখেছেন। তবে এ ছবির নায়ক কে হচ্ছেন, নিশ্চিত নয়। তাতে কি! সানি রাজকুমারী সাজার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। ২০১২ সালে 'জিসম টু'র মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন সানি লিওন। ুুচলতি বছর মুক্তি পেয়েছে তার সিনেমা 'রাগিনি এমএমএস টু'।