ফুটবল বিশ্বকাপ এলে আমাদের দেশে যে উন্মাদনা দেখা যায় তা বেশ উপভোগ করি। এবারও ব্যতিক্রম হয়নি। আমি নিজেও খেলা দেখার চেষ্টা করি। আমি বরাবরই ব্রাজিলের সমর্থক। তাদের ছন্দময় খেলা অনেক ভালো লাগে। এবারও শুরু থেকেই ব্রাজিলের খেলা দেখার চেষ্টা করেছি। তবে প্রথম দুটি খেলায় তারা নিজেদের ছন্দে ফিরতে পারেনি। আনন্দের বিষয় হলো তৃতীয় ম্যাচে পুরোপুরি ছন্দে ফিরে ব্রাজিল। যা দেখার মতো একটি খেলা ছিল। আর আমার প্রিয় নেইমার দুটি গোল করেছে ওই ম্যাচে। সব মিলিয়ে নেইমারের গোল সংখ্যা চারটি। আমার মনে হয়, ব্রাজিল বিশ্বকাপ পাওয়ার পাশাপাশি গোল্ডেন বুটটা এবার নেইমারই পেতে যাচ্ছে।