বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার 'ভালো বন্ধু' রানী মুখার্জি। অবশেষে সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রীতির মামলা নিয়ে মুখ খুললেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের আরেক মালিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতির হয়রানির মামলা প্রসঙ্গে রানীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'শুধু একটি কথাই আমি বলব, তা হলো প্রীতির মামলাটির এখনো তদন্ত চলছে। আমি কারও ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে পছন্দ করি না।' তিনি আরও বলেন, 'আমার মনে হয়, এ ব্যাপারে কথা বলার আমার কোনো অধিকার নেই।' পুরনো এই বন্ধু দ্রুত বিয়ের পিঁড়িতে বসবেন এমন আশার কথাও জানান রানী। প্রীতি এক সময় আমাকে বলতেন, আমাদের দুজনের বিয়ে হবে একই মণ্ডপে।