আগেই জানা গিয়েছিল জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের সব মিটমাট হয়ে গেছে। এবার জানা গেল, এ দুই 'লাভবার্ড' নাকি একসঙ্গে নতুন মিউজিকের কাজ করছেন। সেলেনা এবং বিবার দুজনকে একত্রে একটি মিউজিক স্টুডিও থেকে বেরোতে দেখা যাওয়ার পরই গুজব শুরু হয়ে গেছে। ২০ বছরের এবং ২১ বছরের এ দুই মিউজিক তারকা এর আগেও জুটিও বেঁধে বহু 'হিট' অ্যালবাম উপহার দিয়েছেন সংগীতপ্রেমীদের। শোনা যাচ্ছে, বিচ্ছেদের পর আবার সম্পর্ক তৈরি হওয়ার পর বিবার নাকি একটু বেশিই ভালোবাসা দিচ্ছেন সেলেনাকে। সম্প্রতি ছয় হাজার পাউন্ড খরচ করেছেন বিবার সেলেনার পেছনে। এখন দেখা যাক অ্যালবাম করেন কিনা তারা।