আবারও নতুন একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান। এতে অভিনয় করবেন আরিফিন শুভ। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে। কিন্তু বর্তমান সময়ের রাজনীতি পরিস্থিতিতে একের পর এক শো ক্যানসেল হচ্ছে তার। নতুন ছবিটির সংগীত পরিচালনা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, 'ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এর রেকর্ডিং শুরু করব। চলচ্চিত্রের গল্পের সঙ্গে মিল রেখে আমি কাজটি শুরু করব। এ ছাড়া সোহানুর রহমান সোহান অনেক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক। আশা করছি, আমাদের সমন্বয়ে ভালো কাজ হবে।' তিনি আরও বলেন, 'বর্তমানে রাজনৈতিক অবস্থার কারণে বিপাকে পড়েছেন আমাদের মতো অনেক শিল্পী। গত কয়েকদিনে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে আমার সাতটি শো ক্যানসেল হয়েছে। আমি মনে করি এটি শুধু আমার সমস্যা নয়, শিল্পী সমাজ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ কারণে। এর আগে পিএ কাজলের 'স্বামী স্ত্রীর ওয়াদা' ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কুমার বিশ্বজিৎ। সম্প্রতি তিনি সরকারি অনুদানে নির্মিত প্রসূন রহমানের 'সুতপার ঠিকানা' ছবির সংগীত পরিচালনা করেছেন।