বিশ্বের অমর প্রেমগাথা ইতিহাস 'রোমিও-জুলিয়েট' নিয়ে নানা দেশে ছবি নির্মাণ হয়েছে। এসব ছবিতে এই দুই চরিত্রে অনেক খ্যাতনামা শিল্পী অভিনয় করেছেন। গল্পটি নিয়ে আবারও নির্মাণ হলো 'রোমিও বনাম জুলিয়েট'। কলকাতা আর ঢাকার যৌথ আয়োজনে নির্মিত এ ছবিতে এবার জুলিয়েট হলেন ঢালিউড কন্যা মাহিয়া মাহি। আর রোমিও হলেন টালিগঞ্জের অঙ্কুশ। ছবিটির মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চিত্র প্রযোজক মো. আজিজ। তার সঙ্গে অন্য নির্মাতা হলেন কলকাতার অশোকপতি। মো. আজিজ বলেন, এখানে হরতাল-অবরোধ সত্ত্বেও ১৬ জানুয়ারি ছবিটি একসঙ্গে দুই বাংলায় মুক্তি পাবে। আমার বিশ্বাস গল্প, নির্মাণ, গান আর অভিনয়ের নতুনত্ব এবং উন্নতমানের কারণে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ছবিটি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে যাবে। তার কথায় রোমিও-জুলিয়েটের গল্প হলেও মূল গল্পের সঙ্গে এর কোনো মিল নেই। একেবারেই অন্যরকম গল্পে নতুন আয়োজনে ছবিটি নির্মাণ হয়েছে। দর্শক মজা করে ছবিটি উপভোগ করবে। ছবিটির মাধ্যমে বিদেশের মাটিতে প্রথম মাহির ছবি মুক্তি পাচ্ছে। আজ যমুনা ব্লক বাস্টার সিনেমাতে বিকাল ৫টায় এ ছবির প্রিমিয়ার শো হবে। এতে উপস্থিত থাকবেন নায়ক অঙ্কুশসহ ছবির অন্য শিল্পী কলাকুশলীরা।