নাটকে অভিনয়ের মধ্য দিয়েই মিডিয়ায় তার পথচলা শুরু। সাখাওয়াত মানিকের পরিচালনায় 'আজ শফিকের বিয়ে', 'কেন মিছে নক্ষত্রেরা', মাহমুদ মাহিনের লাভ টু বি কন্টিনিউ নাটকে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এরইমধ্যে চলচ্চিত্রের খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে শান অভিনীত প্রথম চলচ্চিত্র 'ইটিশ পিটিশ প্রেম'। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'অভিনয় আমার ধ্যান-জ্ঞান। এরমধ্যে চলচ্চিত্রের প্রতিই আমার দুর্বলতা বেশি। ভবিষ্যতের সময়টুকু চলচ্চিত্রের জন্যই ব্যয় করব।