অভিনেত্রী নিকোল কিডম্যান সাপ ও বিভিন্ন বিপজ্জনক প্রাণী খুব পছন্দ করেন। তিনি গত হ্যালোইনে সাপদের নিয়েই পার্টি করেছিলেন। তবে তার সন্তানরা ভয় পাওয়ায় এবার তিনি সাপ এড়িয়ে চলছেন বলে জানিয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিকোল কিডম্যানের ছয় ও চার বছর বয়সী দুই সন্তান রয়েছে। নিকোল বিভিন্ন অনুষ্ঠান করতে পছন্দ করেন। আর এ অনুষ্ঠানের অভ্যাগতদের তালিকায় থাকে সাপও।
৪৭ বছর বয়সী এ অভিনেত্রীর বাসায় রয়েছে প্রচুর বিপজ্জনক পোষা প্রাণী।