আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। গতকাল সন্ধ্যায় চার বছরের একা জীবনের অবসান ঘটালেন ঢাকা মেডিকেল কলেজের শেষবর্ষের ছাত্রী রিফাত আরা রামিজার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে। রাজধানীর মেরুল বাড্ডায় রবির নিজ বাসায় এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় বর-কনের ঘনিষ্ঠ ক'জন আত্দীয় উপস্থিত ছিলেন। মূলত চার বছর আগে হঠাৎ করেই রামিজার সঙ্গে দেখা হয় রবির। তারপরই ভালো লাগা এবং প্রেম। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিজের বিয়ের ছবি ফেসবুকে আপলোডও করেন রবি চৌধুরী। সেখানে ভক্ত ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন এ গায়ককে। বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রবি চৌধুরী বলেন, আমাদের সম্পর্কের বয়স চার বছর। সবচেয়ে বড় বিষয় হলো- আমাদের দু'জনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। সব মিলিয়ে আমরা যখন মনে করলাম বিয়ের কাজটা সেরে ফেলা ভালো, ঠিক তখনই সিদ্ধান্তটা নিলাম। একটি সুন্দর দিনের অপেক্ষা ছিল বিয়ের কাজটা সম্পন্নের জন্য। আমরা দু'জনই তাই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে বেছে নিলাম। অনেক ভালো লাগছে। এখন খুব শিগগিরই একটি বড় অনুষ্ঠান আয়োজনের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তখন সবাইকে জানাব। আমাদের দু'জনের নতুন জীবন শুরু হলো। দোয়া করবেন সবাই। রবি চৌধুরীর নববধূ রিফাত আরা রামিজা বলেন, এ এক অন্যরকম অনুভূতি। বলে বোঝাতে পারব না। আমাদের জন্য সবাই দোয়া করবেন।