রোমান্টিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'একটু চাওয়া'র জন্য গাইলেন অাঁখি আলমগীর ও রাজীব। একটি ভালোবাসার গানে কণ্ঠ দেন তারা। জহিরউদ্দীনের কথা ও সুরে সম্প্রতি শ্রুতি রেকর্ডিংয়ে গানটি ধারণ করা হয়। সংগীত পরিচালনা করেন আজিজুর রহমান বাবলু। অাঁখি আলমগীর ও রাজীব বলেন, গানের কথা চমৎকার। আশা করছি শ্রোতাপ্রিয়তা পাবে এটি। রাজ আহমেদ প্রযোজিত ও তরুণ নির্মাতা কাশেম মণ্ডলের পরিচালনায় এই ছবির গানে আরও কণ্ঠ দেবেন ভারতীয় শিল্পী শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। গানটি এ মাসেই ভারতে রেকর্ড করা হবে। টেন স্টার পরিবেশিত এই ছবির অভিনয় শিল্পীরা হলেন- কাজী হায়াৎ, সুব্রত, সিরাজ হায়দার, রেহানা জলি, তামান্না, অঞ্জলি, নিলয় রহমান প্রমুখ।