মিষ্টি জান্নাতের নায়ক হলেন টালিগঞ্জের সোহম। তারা কাজ করবেন 'ভালোবেসে ছুঁয়ে দিলাম' শিরোনামের ছবিতে। মার্চের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকা এবং কলকাতার পাশাপাশি নেপাল, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে দৃশ্যধারণ হবে। ভারতের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে ঢাকার হেভেন মাল্টিমিডিয়া। পরিচালনা করবেন সজল আহমেদ। এরই মধ্যে ছবির গানের রেকর্ড শেষ হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন ভারতের শান, শ্রেয়া ঘোষাল, লক্ষ্মী। সংগীত পরিচালনা করছেন প্রীতম। মিষ্টি জান্নাত বলেন, সোহমের অভিনয় পছন্দ আমার। আগ্রহ ছিল তার সঙ্গে কাজ করার। দেরিতে হলেও স্বপ্ন পূরণের খুশিতে আত্দহারা। 'ছুঁয়ে দিলে মন' ছাড়াও যৌথ প্রযোজনার আরও দুটি নতুন ছবিতে কাজ শুরু করছেন মিষ্টি জান্নাত।
এর মধ্যে 'ভালোবাসার রাজকুমারী'র কাজ আগে শুরু হবে। মিষ্টির 'চিনি বিবি' ছবিটিও মুক্তি পেতে যাচ্ছে।