বলিউড অভিনেতা অর্জুন রামপাল দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তাই নিজের নতুন মুভি 'রয়' কেমন সফলতা পায় এ নিয়ে মুক্তির আগে বেশ উদ্বিগ্ন ছিলেন তিনি। কিন্তু সব উদ্বিগ্নতা ছাপিয়ে মুক্তির দু'দিনেই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে মুভিটি। শুক্র ও শনি কেবল এই দু'দিনেই মুভিটি আয় করেছে ২১ কোটি ৫৬ লাখ রুপি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এক টু্ইটার বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
বিক্রমজিত সিং পরিচালিত 'রয়' মুভিটি গত শুক্রবার ভারতজুড়ে ২৫শ' স্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির প্রথম দিনেই এটি ১০ কোটি ৪০ লাখ রুপি আয় করে। আর দ্বিতীয় দিন শনিবার মুভিটি আয় করে ১১ কোটি ১৬ লাখ রুপি।
দুর্বল গল্পের জন্য মুভিটি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তা সত্ত্বেও ভালোবাসা দিবস সামনে রেখে সপ্তাহান্তে মুক্তি দেওয়ায় 'রয়'র টিকিট বিক্রি বেশ তুঙ্গে উঠে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একজন চলচ্চিত্র নির্মাতা ও একজন চোরের জীবন এবং তাদের পারস্পরিক ভালোবাসার স্বার্থকেন্দ্রিক একটি ত্রিকোণ প্রেমের গল্প হচ্ছে 'রয়'। এতে অর্জুন রামপাল ছাড়াও মূল চরিত্রে আরো অভিনয় করেছেন রনবীর কাপুর ও জ্যাকোলিন ফার্নান্দেজ।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ