বিশেষ দিবসের নাটক ছাড়া আজ কাল ছোট পর্দায় তেমন একটা দেখা যায় না মডেল ও অভিনেত্রী ফারাহ রুমাকে। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি স্বাধীন শাহর রচনা ও দেবাশীষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় 'চিরবসন্ত' নামের এ নাটকটির শুটিং শুরু করেছেন তিনি। এ প্রসঙ্গে রুমা বলেন, খণ্ড কিংবা টেলিফিল্মে নিয়মিত অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ আমাকে অভিনয়ের বাইরে মডেলিং ও ফটোশুটে প্রায়ই ব্যস্ত থাকতে হয়। যে কারণে ধারাবাহিকে সময় দিতে পারি না। তবে এখন ব্যস্ততা কিছুটা কম। তাই আবার নিয়মিত হয়েছি ধারাবাহিকে। এ নাটকটির গল্প বেশ সুন্দর। পুরো স্ক্রিপ্টটি পড়ে দেখেছি। দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সর্বশেষ একুশে টিভিতে 'চার কন্যা' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।