আরব্য রজনীর বহুল আলোচিত রূপকথার কাহিনী অবলম্বনে নৃত্যনাট্য 'বাঁদী-বান্দার রূপকথা' মঞ্চায়ন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় পরে জানিয়ে দেওয়া হবে। সৃষ্টি কালচারাল সেন্টারের প্রযোজিত এ নৃত্যনাট্যে সহযোগিতায় ছিলেন নৃত্যাঞ্চল। নৃত্যনাট্যটিতে অভিনয় করেছেন শিবলী মোহাম্মদ (আলীবাবা), শামীম আরা নীপা (মর্জিনা), আনিসুল ইসলাম হিরু (আবদুল্লা), কাসেম (সুকল্যাণ ভট্টাচার্য), ডলি ইকবাল (ফাতেমা) ও আবুল হাসান তপনসহ (ডাকাত সর্দার) অন্যরা। 'বাঁদী-বান্দার রূপকথা'র সংগীত পরিচালনা করেছেন জয় সরকার। নৃত্য ভাবনা ও পরিচালনা করেছেন সুকল্যাণ ঝুভট্টাচার্য।