জাতীয় সঙ্গীত শুনলেই আবেগাপ্লুত হয়ে পড়েন বিগ-বি অমিতাভ বচ্চন। নিজের ব্লগে এ কথা জানিয়েছেন তিনি।
বিশ্বকাপে ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচে কমেন্টি বক্সে বসে ভরাট কণ্ঠে সকলকে মুগ্ধ করেছেন বিগ-বি। বচ্চন তার ব্লগে লিখেছেন, ভারত-পাক দুই দেশের ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত আরম্ভ হতেই স্টুডিওতে উপস্থিত সকলে একসঙ্গে দাঁড়িয়েছিলেন। সকলেই একাত্ম হয়ে মনোনিবেশ করেছিলেন দুই দেশের জাতীয় সঙ্গীতে।
তখন ভাবাবেগে আপ্লুত হয়ে পড়েন ৭২ বছরের তরুণ (!) অমিতাভ।
তিনি বলেছেন, যে কোনও খেলার শুরুতে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তা সকলকে অনুপ্রাণিত করে। জাতীয় সঙ্গীত দেশের প্রতি মূল্যবোধ ও গর্ব জাগ্রত করে। এটি আমাকে আবেগাপ্লুত করে দেয়।
প্রত্যেক রবিবার বিকেলে বিগ-বি নিজ বাড়ির সামনে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। এদিনও অন্যথা হয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের জয় উদযাপন করতে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ভক্তদের সামনে আসেন তিনি।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ