বলিউডের আলোচিত অভিনেতা সালমান খান। বিভিন্ন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় বহুবার আলোচনায় এসেছেন তিনি। এবারের ভালোবাসা দিবসে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর যে একা কাটাননি, তা বলাই বাহুল্য।
২০১৫ সালের ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশন একটু অন্যভাবেই পালন করেছেন সল্লুভাই। কোন নামকরা মডেল বা অভিনেত্রী নয়, নিজের এক নারী ভক্তের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করেছেন তিনি। সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ওই সুন্দরী মহিলা সালমানের গালে চুমু দিচ্ছেন। শুধু কী তাই! সালমানও তাঁর হাতে থাকা একটি লাল গোলাপ দেন তাকে। জানা গেছে, ওই তরুণী সালমানের খুব বড় ভক্ত। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।