ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী আনুশকা শর্মা। কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কের কথা 'আনুষ্ঠানিক' বলে জানালেন তিনি। ভারতীয় সেলেব্রিটি মিডিয়া 'অ্যাবসালুট ইন্ডিয়'কে এক সাক্ষাৎকারে সম্প্রতি একথা জানিয়েছেন আনুশকা। খবর ইন্ডিয়া টুডে'র
'অ্যাবসালুট ইন্ডিয়া' আনুশকাকে উদ্ধৃত করে জানায়,' তার [কোহলি] সঙ্গে আমার সম্পর্ক আছে এবং সম্পর্কের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। একমাত্র যে কারণে এই সম্পর্ক নিয়ে আমরা কথা বলছি না তা হলো কোথায় এর সীমা টানতে হবে তা আমাদের জানা নেই। যদি কেউ প্রকাশ্যে এগিয়ে এসে আপনাকে বলে যে হ্যাঁ আমি কোনো সম্পর্কে অাছি এবং আপনি যদি বারবার একই প্রশ্ন করতে থাকেন তখন তা আমার ব্যক্তিগত স্পেসের প্রতি সম্মান দেখানো হচ্ছে বলে মনে হয় না।'
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ