২২ ফেব্রুয়ারি মঞ্চায়ন হবে 'একশ' বস্তা চাল'
শিল্পকলা একাডেমি ও ঢাকার জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মঞ্চায়ন হবে রেপার্টরি প্রযোজনার নাটক 'একশ বস্তা চাল'।
১৬০ বছর আগের জাপানের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তখনকার সামুরাইদের ওপর ইয়োজো ইয়ামামোতো রচিত এই নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। আর নির্দেশনায় রয়েছেন গোলাম সারোয়ার। ২০০৭ সাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে নাটকটির এ পর্যন্ত ৬৯টি প্রদর্শনী হয়েছে। 'একশ বস্তা চাল' নাটকটি 'উচিমুরা' ও 'কোমেহিয়াপ্পিয়ো নামে দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা এ নাটকে অভিনয় করবেন।
'নিশিমন-বিসর্জন' নাটকের ৫৪তম প্রদর্শনী
আজ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক 'নিশিমন-বিসর্জন'।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' আশ্রয়ে রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন আশিক রহমান লিয়ন। গোমতীর বাঁকা পাড়ে ঘাস বনে তারাতাজ নিশিমনের ঘর বাঁধা হলো না। ধর্মনেতা তারাতাজের চোখের ভিতর ভরে দিলেন মন্ত্রপড়া রঙের শহর আর জোব্বার আড়ালে পেটের ভিতর বেঁধে দিলেন বেহেস্তের টিকিট। ওটি ফাটার পর লাল রেশমের গালিচা পাতা পথে আয়তলোচন হুর তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাবে। তাদের পড়নে মিহি স্বর্ণসুতার বস্ত্র-বুকে উল্টানো দুগ্ধ বাটিতে অমৃতের আহ্বান।
উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনে মঙ্গার্তদের জন্য ত্রাণ বহনকারী এক বগি বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদের ভিড়ে আত্দঘাতী বোমা হামলায় মারা গেলেন তারাতাজ। বিসর্জন পালায় নিশিমন যে রাজা গোবিন্দমানিক্যকে দেখেছিল তার অন্বেষণে বেরিয়ে পড়ল। নিশিমন গোমতীর উনিশ বাঁক জল পাড়ায়ে-মন্দিরের শ্বেত সিঁড়িতে ঘটের চিতা ভস্ম- শেফালিকার সুগন্ধি বাতাসে ভাসিয়ে রাজা গোবিন্দমানিক্যকে পেল। রাজাকে বেল ফুলের তর্পণ দিয়ে আরও একবার মন্দিরের ধাপে ধাপে বিসর্জন অভিনয়ের অনুরোধ করে নিশিমন। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়শিল্পীরা হলেন- মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কামরুজ্জামান সবুজ, ইকবাল চৌধুরী, আরিফ হোসেন, বাহার সরকার, ইমতু রাতিশ, সোনিয়া ইসলাম, সামিউল জীবন প্রমুখ।
বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘের শোভাযাত্রা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। সকাল সাড়ে ১০টায় টিএসসি থেকে বের করা হবে এই শোভাযাত্রাটি। টিএসসি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট, প্রেসক্লাব হয়ে শোভাযাত্রাটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গিয়ে শেষ হবে।
ছায়ানটে মাতৃভাষা দিবসের নানা আয়োজন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাল শনিবার ছায়ানটে অনুষ্ঠিত হবে প্রামাণ্য চিত্রবয়ান 'যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও'র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান।
সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
শহীদ মিনারে আজ অমর একুশে অনুষ্ঠান
শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাংস্কৃতিক কার্যক্রম। আলোচনা সভার পাশাপাশি এ অনুষ্ঠানে ও বিভিন্ন দেশের শিল্পীরা নিজ নিজ ভাষায় পরিবেশন করবেন আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নতুন প্রজন্মের মধ্যে ভাষা দিবসের তাৎপর্য ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে অনুষ্ঠানটি।