বলিউডের 'দাবাং' ও 'কিক' খ্যাত অভিনেতা সালমান খান এবার একটি জুয়েলারির আন্তর্জাতিক ব্রান্ড এমবাসেডর হয়েছেন। আগামী তিন বছর পি. এন. গাজিল জুয়েলার্সের হয়ে তিনি প্রচারের কাজ করবেন। এছাড়া সালমান 'বিইং হিউম্যান' নামে একটি জুয়েলারির ক্রিয়েটিভ ডিজাইনারও হয়েছেন। স্থানীয় একটি নিউজ পোর্টাল সালমানকে উদ্ধৃত করে একথা জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
ওই পোর্টালটি সালমানকে উদ্ধৃত করে জানায়, 'পি.এন জুয়েলার্সের মতো একটি ব্রান্ডের সঙ্গে জড়িত হতে পেরে অামি অত্যন্ত খুশি যাদের শক্তিশালী লিনিজ ও লেগাসি রয়েছে। ব্রান্ডটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে বৃদ্ধি ও সম্প্রসারণে আগ্রহী এবং আমরা একত্রে এই কাজ শুরু করবো।'
উল্লেখ্য, 'বিইং হিউম্যান' জুয়েলার্স শিগগিরই দুবাইয়ে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ