নিজেকে আবেদনময়ী রাখতে তারকাদের শারীরিক কসরতের শেষ নেই। কিন্তু আবেদনময়ী দেহের জন্য বরাবরই জনপ্রিয় মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক নাকি জীবনে কখনও ব্যায়াম করেননি। কিন্তু সম্প্রতি তিনি দিয়েছেন এক অবাক করা তথ্য। সম্প্রতি এক ম্যাগাজিনের প্রচ্ছদে এসে এই তথ্য জানান হায়েক। খবর ডেইলি মেইলের।
হায়েক বলেন, "আমি জীবনে কখনও ব্যায়াম করিনি, তবে এখন খানিকটা ইয়োগা করি। আমি বরাবরই খানিকটা স্থূলকায় ছিলাম। সত্যি কথা বলতে কী, আমি সবসময়ই খেতে পছন্দ করি। আর সবচেয়ে বেশি পছন্দ করি ওয়াইন।"
রসিকতা করে হায়েক আরও বলেন, "আমার স্বীকার করতেই হবে, বয়স প্রায় পঞ্চাশের কোঠায় চলে গেলেও আমার এখন নিজেকে খুবই ভাল লাগে। বরং যখন তরুণী ছিলাম তখন আমাকে খুবই বাজে দেখাতো। এখন আমাকে বেশ সুন্দর দেখায়।"
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ